Rose Crying Good Luck মিথিলারা কারো নয় Rose Crying Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৪৬:৪১ দুপুর



মিথিলারা কারো নয়

Star Star Star Star Star

মিথিলাকে প্রথম যেদিন দেখি,

কর্দমাক্ত একটি রাস্তার ডান পাশ ঘেষে

হেঁটে আসছে। অতি সন্তর্পনে পা ফেলছে

এলোমেলো বিছানো ইটের উপর। যেন

পিচিক শব্দ করে তলার কাঁদাপানি

ওকে পঙ্কিল করে না দেয়। Rose

প্রতিদিন একই সময়ে বাস স্টপে আসে।

রাস্তার ওপারের ফলের দোকানের সেই

বৃদ্ধ দোকানি আর আমি,

নীরব হাসিতে ওকে অভ্যর্থনা জানাই। Rose

ওকে নিতে আসা মাইক্রোবাসটি কালো রঙের 'হাইস'।

দূর থেকে দেখা যেতেই একবার

ঘাড় বেঁকিয়ে আমার পানে চাওয়া

আর ওর নীরবে চলে যাওয়া।

এভাবে একজন সম্পর্কহীনা

প্রতিদিনের অপেক্ষার কয়েক মিনিটে,

চেনা-অচেনার গণ্ডী পার হয়ে কাছে আসে

মধ্যবর্তী লক্ষ যোজন দূরত্বকে সাথে নিয়ে। Rose

একদিন হরতালের দিনে , অপেক্ষায় আমি

তখনো পিকেটাররা বের হয়নি-

কাঁধের ব্যাগটি ওর অবহেলায় এদিক সেদিক দুলছে,

চিন্তিত মিথিলা পাশে আসে, বলে-

'আজ গাড়ি আসবে না। কি করি বলুন তো?'

আমার অবাক হওয়া চাহনি দেখে হাসে, বলে-

'এই যে মিস্টার! আপনাকেই বলছি।' Rose

সেদিনই প্রথম কোনো মেয়ের সাথে

একই রিক্সায় পাশাপাশি!

সেদিনই প্রথম নিজের ভিতর থেকে

নিজেকে বের করে আনা!

দুরন্ত বাতাস মিথিলার অবাধ্য চুল

আমার দিকে ঠেলে দিয়ে হাসে!

আমার শরীর ওকে ছুঁয়ে যায়, আর

উষ্ণতর এক কাঁপন দ্রুততর হয়ে

বেঁচে থাকার ইচ্ছেটাকে সুদৃঢ় করে। Rose

অনেক দিন, অনেকগুলো ঘন্টা

একত্রে কাটিয়েছি মিথিলার সাথে।

শীত গ্রীষ্ম বসন্ত আর ভরা বাদলের দিনে

ভেজা শালবনের ভেতর দিয়ে চলে গেছি কত! Rose

সেই মিথিলাকে শেষবার দেখি এক

আলোকোজ্জ্বল রাতে! অপ্সরী সেজে

সানাইয়ের সুরে সুরে চলে যেতে! Crying

একবারও পিছু ফিরে তাকালো না... At Wits' End

মিথিলারা কখনো পিছু ফিরে না!

মিথিলারা কখনোই কারো হয় না।। Time Out

বিষয়: সাহিত্য

৯৮৬ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268183
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
নোমান২৯ লিখেছেন : phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
211938
মামুন লিখেছেন : ধন্যবাদ।Happy Good Luck
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৫
211940
নোমান২৯ লিখেছেন : ভ্যাংচি কাটলাম আপনাকে ভাইয়া |তাও ধন্যবাদ !?|
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
211977
মামুন লিখেছেন : এটাও তো এক ধরণের অনুভূতি Happy
তাই অনুভূতি রেখে যাবার জন্যই আপনাকে ধন্যবাদ জানিয়েছিলাম।
শুভেচ্ছা রইলো।
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০৫
212171
নোমান২৯ লিখেছেন : না না কবিকে কাটিনি|কেটেছি কবিতার রাণীকে/পাত্রী কে phbbbbt phbbbbt |ধন্যবাদ |Applause Applause Smug Smug Smug
268185
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৫
কাহাফ লিখেছেন :
বিশাল গল্পের সংকোচায়িত অসাধারণ কাব্যগাথা।
মিথিলারা ভাল লাগার ঢেউ জাগিয়ে ফিরে ফিরে যায়,পিছু তাকানোর ফুরসত মিলে না তাদের।
আসলেই.....
মিথিলারা কখনো পিছু ফিরে না!
মিথিলারা কখনোই কারো হয় না!!
অনুভূতিতে দোলা দেয়ায় অনেক ধন্যবাদ আপনাকে।
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১১
211945
নোমান২৯ লিখেছেন : একসময় মিথিলারা কর্মোদ্দীপনা জাগাত|Tongue Tongue
আর এখন ওই মিথিলাদের সংখ্যা খুব কম|Crying Crying Crying Crying
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪০
211981
মামুন লিখেছেন : ধন্যবাদ কাহাফ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
আপনার অনুভূতিতে কোন ধরণের দোলা লেগেছে জানতে চাইলাম না। তবে কিছু একটা আন্দোলিত করেছে আপনাকে জেনে খুব ভালো লাগল।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
268186
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৫
egypt12 লিখেছেন : মিথিলারা দোলা দিয়ে যায়...কিন্তু অনেক ভেবে ভেবে কারও আপন হয়না ওরা খুব স্বার্থপর :(
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১১
211946
নোমান২৯ লিখেছেন : ইম্মু কই?Crying Crying Worried Broken Heart Broken Heart
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫২
211964
egypt12 লিখেছেন : ইমুও আবেগে খেই হারিয়েছে Crying
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪২
211983
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনার অনুভূতি রেখে যাবার জন্য।
অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
268189
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৪
কাজী লোকমান হোসেন লিখেছেন : আমাদের তো মিথিলারাও নেই কাকে উদ্দেশ্য করে লিখবো এমন আবেগ ময় সাহিত্যে গাঁথা কবিতার স্লেক , অসাধারণ , অসাধারণ , অসাধারণ , মুগ্ধ হয়ে গেলুম ভ্রাতা Thumbs Up Rose অনেক ভালো লাগলো Rose , এই রকম লেখা আরও চাই , ধন্যবাদ Rose Rose Rose
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৩
211984
মামুন লিখেছেন : ধন্যবাদ।
আমার মনে হয় অনেক মিথিলা রয়েছে?
না ভাই, কল্পনা থেকেই একজন মিথিলাকে খুঁজে নিয়েছি, অনুভূতিসহ।
শুভেচ্ছা আপনার অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
268190
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৮
আফরা লিখেছেন : এটাই তো গল্পও পড়েছিলাম মনে নেই আপনারই লেখা কিনা ।তবু বলতেই হয় আপনি অনেক ভাল লেখেন ।
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৫
211985
মামুন লিখেছেন : ধন্যবাদ আফরা।
আপনি ঠিকই ধরেছেন। আমার লেখাই একটি ছোট গল্প পড়েছিলেন এই ব্লগেই। সেটিরই কবিতা-ভার্সন পড়লেন। আপনার ফটোজেনিক মেমোরি!
শুভেচ্ছা রইলো নিরন্তর।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
268195
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০১
সুশীল লিখেছেন : Love Struck Love Struck Love Struck
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৬
211988
মামুন লিখেছেন : ধন্যবাদ সুশীল।
এই ভালোবাসা কি মিথিলার জন্য? Happy
শুভেচ্ছা রইলো আপনার জন্য।Happy Good Luck
268198
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০৫
ফেরারী মন লিখেছেন : egypt12 লিখেছেন : মিথিলারা দোলা দিয়ে যায়...কিন্তু অনেক ভেবে ভেবে কারও আপন হয়না ওরা খুব স্বার্থপর Sad
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৭
211989
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
আপনার অনুভূতি ছোটগল্পে অবশ্য জেনেছিলাম।
ধন্যবাদ অনেক অনেক এবং নিরন্তর শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
268221
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : 'মিথিলা' টা কে? কেন মিথিলাকে আনা হয়েছে বুঝলাম না। নাকি রূপক অর্থে মিথিলার নাম নেওয়া হয়েছে? বলবেন কি? লিখাটি সুখপাঠ্য ও সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৯
211990
মামুন লিখেছেন : ধন্যবাদ টিপু ভাই।
'মিথিলা' আসলে বাস্তবের কেউ না। একে রুপক অর্থে নিয়ে আসা হয়েছে (নেগেটিভ মানসিকতার অধিকারিনী হিসেবে)। হঠাৎ করে মাথায় চলে এসেছিল নামটি।
ধন্যবাদ আপনার প্রেরনাদায়ক মন্তব্যের জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৬
211999
নজরুল ইসলাম টিপু লিখেছেন : মিথিলা ফারজানা নামে ইটিভির একজন সংবাদ পাঠিকা ছিলেন, বাংলাদেশে তিনিই প্রথম এই নামটা রেখেছিলেন।

হিন্দু দেবী সীতা'র বাবা 'জানক' ছিলেন মিথিলার রাজা। সেই জন্য সীতা দেবীকেও মৌথিলা বা মিথিলা হিসেবে বলা হয়।

তাজ্জবের বিষয় হল, এই কথাটি শতকরা ৯৮ শতাংশ হিন্দু জানেনা। অবিশ্বাস হলে প্রশ্ন করে দেখেন। ধন্যবাদ।
২৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৩
212003
মামুন লিখেছেন : ধন্যবাদ টিপু ভাই 'মিথিলা' নামটির ইতিবৃত্ত জানানোর জন্য।
চমৎকৃত হলাম।
শুভেচ্ছা রইলো আবারো।Good Luck Good Luck
268230
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : কাব্য যে সুন্দর হয়েছে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে একটা প্রশ্ন থেকে গেল....এটা কি শুধুই কাব্য না কি জীবনের গল্প? Tongue Smug
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৭
212000
মামুন লিখেছেন : ধন্যবাদ বোন।
এমন একটি প্রশ্ন করেছেন, খুবই সহজে উত্তর দেয়া যায়, আবারো যায় না। তবে 'মিথিলা' নামটি রুপক। আর অনেকের সাথে সাথে আমার জীবনেরও গল্প প্রায় এরকমই।
শুভেচ্ছা আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
১০
268257
২৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৯
বাকপ্রবাস লিখেছেন : আহ মিথিলা উহ মিথিলা ফিরলেনা আর
কোথায় গেলে কোথায় গেলে খুঁজি বার বার
পথে খুঁজি, রিক্সায় খুঁজি, খুঁজি সারাক্ষণ
মিথিলা তুমি কেমন আছ কাকে দিলে মন
আহ মিথিলা উহ মিথিলা জীবন তোলাপাড়
আসবে নাকি হরতাল হলে বাস ষ্ট্যান আবার
ঘুরবে চাকা চলবে রিক্সা হুকটা দেব ফেলে
চাইলে তুমি যেতে পার মাঝপথে চলে
তবুও তুমি এসো আর একবার এই ক্ষরার কালে
একবার তুমি দিও ধরা লাজ লজ্বা ফেলে
আমি মিথিলা উহ মিথিলা পড়ছে মনে মনে
কোথায় আছ কেমন আছ, আছ কোন খানে
২৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০২
212021
মামুন লিখেছেন : ধন্যবাদ গুরু!
তবে যারা মিথিলাকে হারিয়েছে, তাঁরা আপনার কবিতায় কি সান্ত্বনা খুজবে, নাকি যাতনায় আরো বিলীন হবে?
শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন।Happy Good Luck Good Luck
২৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২২
212022
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৭
212024
মামুন লিখেছেন : যাক অবশেষে জানতে পারলাম 'ওনারা' কি করবেন।
ধন্যবাদ।Happy Good Luck Good Luck
১১
268297
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : মিথিলারা কখনোই কারো হয় না।!!!!!! কারো না হলে সানাই বাজল কার জন্যে। কারো হয়না বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন! মিথ্যে সান্ত্বনা দিয়ে কি লাভ!!! সেতো অন্যের হয়ে গেছেরে হতভাগা মামুন!
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৫
212237
মামুন লিখেছেন : ধন্যবাদ।
সহমত আপনার সাথে।
আর 'হতভাগাই' যদি নাই হই, তবে কি আর মিথিলা চলে যায়? আর আমাকে এই কবিতা লিখতে হয়?
অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File